আসতে যদি দেখতে তবে
            একগুচ্ছ  ফুল ।
পাহাড় থেকে এনেছিলাম
           ভাংগিয়া মাটির কোল ।
বিল থেকে এনেছিলাম
            পদ্ম ভরিয়া হাত ।
আসতে যদি দেখতে তবে
             ভালোবাসার হাট ।
রক্ত দিয়ে এনেছিলাম
             লাল গোলাপ ফুল ।
মাঠে ঘাটে ঘুরেছিলাম
             খুজিতে ঘাসফুল  ।
আসতে যদি দেখতে তবে
              ফুল নীলকমল ।
তাহার মতই বুকে জ্বলে
              প্রেমেরই অনল ।
মাটি খুড়ে চষেছিলাম
              চন্দ্রমল্লিকা ফুল ।
ভালোবাসা আমার প্রিয়
              জানিতে অতুল ।
তোমার জন্য পুষেছিলাম
               ময়না টিয়া পাখি ।
আসতে যদি শুনতে তবে
              তুমিই আমার সখি ।
রক্তজবা ফুলটি  দিয়ে
               বলতাম প্রেয়সী ।
রক্তক্ষরণ হবে বুকে
               উপেক্ষা কর যদি ।


আস নি ত কি হয়েছে
              সময় আসিবে আবার ।
ভালোবাসা দিবসেতে
              হাট বসাব এবার।
আস যদি দেখতে পাবে
              একগুচ্ছ ফুল
তোমার জন্য পথ চেয়ে
              থাকিব ব্যাকুল ।