আশার বাণী শুনতে শুনতে আমি
নিতান্তই  বুড়ো হয়ে যাচ্ছি,
প্রতিক্ষার প্রহর,গুনতে গুনতে আমি
নিত্যদিন ধৈর্য্য ধরে যাচ্ছি।


সততাকে পুঁজি করে,আমার পথচলা
কষ্টের মাঝে থেকে,ভালো আছি বলা
কি পায়নি আমি,ত্যাগের মহিমায় ?
পেয়েছি কষ্টের এক স্রোতধারা নদী
ছেয়েছি,কোনদিন ভালবাসা যদি!


পেয়েছি,অবহেলা আর বিরহের তাপ
নামেনি মাথা থেকে,বাড়তি সব চাপ।
আমার ইচ্ছা-অন্ধ,স্রষ্টারে খুঁজে চলি
উন্মদনায় নিত্যপাগল ছন্দ,


তাহারে খুঁজেছি কানন,খুঁজেছি গিরি
আকাশ-পাতাল জুড়ে,
সকলের মাঝে বিদ্যবান,তাহার প্রকাশ
তিনি নেই তো বহুদূরে!


অতল গভীর রত্ন -থাকে সিন্ধুতলে
অবশেষে তাহারে পেয়েছি খুঁজিয়া
   সত্য সিন্ধু জলে।