* আমি দুরন্তপনায় আবারও ফিরে যেতে চাই
হারানো দিন,শৈশব আর কৈশোরে
কুয়াশার চাদরে মাখা,সেই মাঠে
হাতে নিয়ে ব্যাট আর বল,
মায়ের বকুনিতে চোখে আসা জল
তবু,নিয়ে চল চল চল
হাতে নিয়ে ব্যাট আর বল।
আমি আবারও ফিরে যেতে চাই
মুক্তমনা মনটা নিয়ে
গাছেচড়া, বৈকালে ঘুরতে যাওয়া
গাঙ্গের জলে সাঁতার কাঁটা
সাইকেলে দল বেঁধে চষে বেড়ানো
সেই রূপালি দিনের সোনালী পর্দায়।


জানি, সেই দিন আর ফিরবে না
সবগুলো বন্ধু আর, একসাথে ভিড়বে না
তবু,আমি ফিরে যেতে চাই
সেই হারানো দিন শৈশব আর কৈশোরে।


স্থান:- মিরপুর-১৩
ঢাকা বাংলাদেশ।
তারিখ:- ০১/১১/১৯ ইং