ও প্রিয়,হাত বাড়ালে ফুল দিও
কাঁটার আঘাত দিও না
ও প্রিয়,দুরে দাঁড়ালে কাছে নিও
তব দূরে ঠেলে দিও না
ভালবাসি বলে যারা,দিশেহারা
দিয়ে যায় আপন প্রাণ
ভুলে যায় মুখের হাসি,অবেলা
নিয়ে বড্ড অভিমান।
ও প্রিয়,স্মৃতির কথা নষ্ট পাতা
ভাবনা দিয়েই শেষ,
কিছু স্মৃতি যায় না ভুলা,হৃদয়ে
কলিজা পুড়ানো দেশ।
ও প্রিয়,হাত বাড়ালে ফুল দিও
ভুলের আঘাত দিও না।
কভু বিরহ আর বেদনা দিয়ে
অভিশাপ বেছে নিও না।