বিষন্নতা ও ভরাক্লান্ত"মনের রেখাগুলো
         সাজিয়ে রেখে দিলাম,
      নিঃসন্দেহে,তোমাদের জন্য
অবহেলা থেকে জন্ম নেবে,কিছু কবিতা
     শব্দের উদ্ভট কিছু আলাপন।
যে কবিতা আমাকে,কবি বানাতে পারেনি
     শব্দের চোখে আজ করাঘাত,
  গোধূলীর লালে,ধূসর প্রতিচ্ছবি!
ফেলে আসা সোনালী দিনের আঁচর।
    ভুলে গেলে এত দ্রুত চলবে  না,
   বিরহের মুখে আগুনের পরশমণি
বিষন্নতা ও ভরাক্লান্ত"মনের রেখাগুলো
         সাজিয়ে রেখে দিলাম,
      নিঃসন্দেহে,তোমাদের জন্য।