হে সুন্দরী,তোমাকে ভালবাসি বলাটা কি অন্যায়
তুমি সুন্দর,তাই কি তোমার এত অহংকার?
তুমি যদি কালো ও হতে তোমাকে ভালবেসে
আমি কৃষ্ণকলি বলে ডাকতাম।
তবুও তোমার মত অহংকার করতাম না আমি।
হে সুন্দরী,চাঁদের আলো সুন্দর বলেই ত মানুষ
চাঁদের দিকে অপলক দৃষ্টি দিয়ে চেয়ে থাকে।
তেমনি তুমিও সুন্দরী বলে লোকে তোমার কাছে
প্রেম নিবেদন করতে আসে।
আমি ও এসেছি, প্রেম নিবেদন করতে নয়
তোমাকে ভালবাসার মালা পড়াতে।
তবে আমি কি দোষ করেছি,তোমার কাছে এসে?
হে সুন্দরী,তোমার দিগন্ত উষ্ণ বাটে  ফুল সম্ভার
কল্পনার জগতে,যেনো ডানা কাটা পরী হয়ে চলেছো,
বাস্তবতার আলোকে এতটা ভাবা,বোকামি নয় কি?
হে সুন্দরী,তোমার চোখ দুটি স্বর্গীয় পাথরের নুড়ি
যে থাকাবে সেই ভুলে যাবে, নিজ গন্তব্যের কথা।
হে সুন্দরী,তোমাকে দেখলেই মনে হয় তুমি এক
পূর্ণবান,কেনো স্বর্গীয়  রূপসী মোহিনী নারী
বুকের সীমান্ত খুলে দেখেছি, আসলেই তুমি
দুরাচার,পাপাচার,ও অহংকারের পূজারী।
হে সুন্দরী,তোমাকে ভালবাসা আমার কাল হল।
একরকম ভাব ভঙ্গি যার ভিতরে ভিতরে জমা থাকে প্রকৃত অর্থে সে তো মানুষ নয়,সে হল শয়তানের দাসী।