*এই হতাশ জীবন সময়ের কথা বলে
  শতাব্দীর ইতিহাস কুড়ে বের করে সত্য
  আজ সদ্য লাইনে দাঁড়ালে ও চাকরি নেই
  সনদপত্র আছে,কিছু দক্ষতার নিশানায়
  তবু নেই চাকরি,আছে মামা,কালু টাকার।
  বলি বাস্তবতা,আবেগের নেই দরকার
  নিংড়ানো সমাজের,স্বার্থের লোকসভা
  অংশীদারি কোথায়,কখন,কিভাবে খুঁজবো?
  আজকাল জীবন্ত সমাধী খুঁজি,পদ্মরাগে।
  চারদিকে উদাসী,কাজের জন্য পথচলা
  ধাক্কা খেয়ে দেয়ালে পিঠ,মন অসন্তোষীত
  তিতিক্ষা ধরে হোচট খেয়ে,নিশ্চুপে কাঁদি
  জীবন এমনি জটিলতা,অর্থ বেড়াজালে।
  এমন দুরাশায় মৃত্যুর দূত ও আসেনা


  খবর রাখেনা কেউ,সফলতা,তার নেই দেখা
  এইভাবে যতদিন,ততদিন,হেটে যাব একা।