* চার দেয়ালের অন্ধকারে বন্দী ছিলো
   বন্দি ছিলো লালিত স্বপ্ন
   নিঃস্তব্ধ এক নগরীর মাঝে
   দিনের আলো,রাতের আঁধার এক ছিলো
   এই জীবন বন্দি ছিলো!
   সবার ভুবন সুন্দর ছিল,সাজানো ছিলো
   মালার মত গাঁথা ছিলো।
   আমার ভুবন ছিল ছন্নছাড়া,বাঁধন হারা
   আগুন জ্বলতে থাকে,হৃদয় ও মাঝে
   এই জীবন বন্দি ছিলো!
   নতুন প্রাণে জাগলো আশা,ভালবাসা
   আলোর মুকুট মাথায় পড়ে
   হৃদয়ের এসে বসলো,সেই ঊর্মিলা
   আমার যত আঁধার ছিল,ঘুচে গেলো
   নতুন প্রাণ পেলো,নতুন দীপাবলি!
   তখন থেকে সন্ধ্যা নামার পর
   জোস্নার আলোয় গা ভাসায় আমি
   আর ঠিক তখনি,
   ভুবন জুড়ে বইতে থাকে দমকা হাওয়া
   এই জীবন বন্দি ছিলো
   এত সুখ,এত শান্তি,আগে কোথায় ছিলো
   এই জীবন বন্দি ছিলো!