* ওই পাগলী, তুই যখন আমার হবিনা
   তাহলে, আমার এক জীবনে,ক্ষুদ্র জীবনে
   বৈশাখী প্রলয় হয়ে আসলি কেনো ?
   ওই পাগলী, তর জন্য আজও আমি
   বালিশ চেপে কাঁদি, আর তুই ত
   অন্যের বুকে মাথা রেখে ঘুমাস।
   ওই পাগলী, খুব জানতে ইচ্ছে করে
   তুই কি আগের মত এখনও চঞ্চল,
   তর রূপে কি মাতোয়ারা, ওর অঞ্চল।
   ওই পাগলী, তুই কি এখনো রাগ করিস
   যখন সে তর কাছে ধরে খুব বায়না,
   আমার বেলায় ত তুই এমন ছিলি
   যেনো,ভাংঙ্গা কাচের এক আয়না।
   ওই পাগলী,আমি চির কষ্টে,বিভোর থাকি
   তবু প্রাণখুলে দোয়া করি,চিরধার্য প্রেমে
   তুই সুখী হ বারোমাস।
   আমি তর পাগল এখনও উন্মাদনায়
   লোকে করে করোক উপহাস।
   ওই পাগলী তুই সুখী হ জিহানের ঘরে
   পরিশেষে এই কামনাই করি।