*রিফাত মরলো খুনিদের দা"এর কুঁপে
তাকে বাঁচাতে চেষ্টা করলো তার বউ,
চারদিকে ছিল জনতার উত্তাল ঢেউ
অথচ থাকে বাঁচাতে ছুটে এলো না কেউ।
আজ বিচার কোথায়, আইন কোথায়
আমি মানুষ, বলবো চেঁচিয়ে বাংলায়
  তারা,ত অমানুষ, পশুর চেয়ে হিংস্র,
পারলে আমাকে মেরে দেখা, সত্য লেখা
চলছে, চলবে, এভাবে, কলম হাতে,
আমি সত্যবাদী, আমি জিহাদি শব্দের
  আমি ছিলাম, আমি আছি ন্যায়ের সাথে।
বজ্রকণ্ঠে উচ্চারিত ধ্বনিতে
  আমার এ বিদ্রোহ কবিতা খানি লেখা,
গনতন্ত্রের  বিচার জাগাও তারুণ্য ঐক্যে
আমি কি পারবো জাগাতে, একা.?