*  শুনি কুড়িতে বুড়ি,পঁচিশে আমি
            হৃদটা তবু জোয়ান,
     জলের প্রতিভা, সচ্ছ ঢেউ,তরঙ্গে    
              আসমানের চাঁন।
     বয়স লুকালে লাভটা হবে কি
            সময় দিব্যি চলছে ,
       খানিক দূরে অন্ধকার রাত্রি
          বার্ধ্যকের কথা বলছে।
   কল্পনার জগতে সোনালী আলো
              আবেগের ভরে,
   বাস্তবতার জগতে, চক্র,বিন্যাস
               নতুন সৃষ্টি ধরে।
    স্নিগ্ধ হাত রেখেছি সবে,আশায়
                নববধূর খুঁজে,
     একদিন হারিয়ে যাবো,নিশ্চয়
              দুটি চোখ বুজে।
   মৃত্যুর আহ্বানে,কবর কিংবা শশ্মানে  
                মানবের ঠাঁই,
   আমি কিশোর,আগে কিশোরী চাই  
            অস্থিত্বে সেথা নাই।
            আগে সেথা পাই..?
   তারপর আকাশ ভেঙ্গে পড়ুক
           আমার জীবন রথে,
    পৃথিবীর রাত ভুলে যাবো
             আয়ূ শেষের পথে।


            ---- সমাপ্ত ----