* সংকোচ করবো কেনো,
  পাগলিনী?
   চোখের জলে কাগজের
   নৌকো ভাঁসে
   শান্তি নেই, শান্তি নেই
   কে বলেছে ?
   আমি খুব সুখে আছি,
   দিব্যি আছি !  
   তোমার নির্দেশিত প্রেমে,
   আমি পাগল।
   তোমার হাসি আর আমার
   হাতের বাঁশি
   হারিয়ে যাওয়া সূর্য।
   তোমাকে পেতেই হবে,
  এটা কোনো
   কথার কথা হল না !
   তুমি এসেছিলে বলে,
   চোখের জলে
   নীরবে নীর্বৃত্তে হারিয়ে
   বসে আছি সবি
   তাইতো,ভবঘুরে
   উল্টো একটা পথ ধরে,
   আজ আমি কবি।