শব্দের করাঘাতে আজ আমি কবি
রক্তের ফোঁটায় ফোঁটায় আঁকা ছবি
চারদিকে ভয়ার্ত প্রতিধ্বনিতে,প্রহর
কেউ জেগে নেই,নিঃশব্দ এই শহর।
আমি জেগে আছি,কষ্টের  মনোহর
দুটি"চোখে ঘুম নেই,আমি নিশাচর।
শব্দের করাঘাতে,লেখা এই কবিতা
ডুবে গেছে রবি,গগনে নেই"সবিতা।
চোখের পাতায় পাতায় স্মৃতির কথা
জানি,আর লাভ নেই"ভাবিলে অযথা
বিদায় দিলাম,বিদায় নিলাম,আজ
পরে আছে কবিতারা"নিয়ে সব কাজ
শব্দের করাঘাতে আজ আমি কবি
রক্তের ফোঁটায় ফোঁটায় আঁকা ছবি।