আমি বাতাসে উড়ে আসা,নিকোটিনের গন্ধে
আজও মাতাল হই,
আমি আজকাল খাইনা আর
সিগেরেট বা গাঁজা
তবু, নিয়তি আমায় বরাবরি
দিয়ে যাচ্ছে সাজা।
কি দোষ আমার, আমি সামাজিক বলে?
আমি সত্যবাদী, বিশ্বাসী প্রাণ বলে?
আমি, নিদারুণ সব স্বপ্ন দেখি বলে ?
আমাকেই,
শুধু আমাকেই পেতে হবে সাজা ?
আমি আজকাল খাই না আর
সিগারেট বা গাঁজা।
পৃথিবী আজ উত্তাল,চারদিকে,বেসামাল
মানবের ঘরে ঘরে জন্ম নিচ্ছে চোর,
তাহাঁ দেখে আজও আমার কাঁটছে না
মারাত্মক সব,মত্ত্ব নেশার ঘোর।
আমি বাতাসে উড়ে আসা,নিকোটিনের গন্ধে
আজও মাতাল হই।
বাংলার দরবারে,এমন মাতাল যেনো
আর কোনদিন জন্ম না নেয়।