-আর দেখা হবেনা স্বপ্নিল রং
আমি দুঃখ ভালবাসি,
বিরহ,আমার মৌলিক চাহিদা
দাম দিয়ে কেনা হাসি।
আর কথা হবেনা,প্রেম প্রীতির
কিশোরীর চোখে জল,
সন্ন্যাসীর ভাগে,ত্যাগ লেখা হয়
ভালবাসা ছেড়ে চল।
হয়তো দেখা হবে,কষ্ট হাজারে
একাকী জীবন ভোগে,
একদিন দেখা হবে এই পথে
প্রেম হাতে, কলি যুগে।
সেই কিশোরীর,তীর্থযাত্রা রথে।