এক কথায় করি প্রকাশ
আমার মাথায় পড়লো আকাশ,
     লোকে বলে কি হলো
    আমি বলি সবি গেলো।
ধ্যান-জ্ঞান সাধনা,ক্ষয় লোটে
   আমি ভদ্রনলোক না মোটে।
    চুকিয়ে জীবন,ভুলভ্রান্তি
  সব গেছে মুছে ,নেই শান্তি।
  সবাই বলো সুখ, বলো সুখ
     আমি গেছি আজ ডুবে,
   ভালোমন্দে,আর দ্বিধাদ্বন্দ্বে
       দুনিয়ার মত্ত্ব লোভে।
    আমি এখন হবুচন্দ্র ভূপ
    রবির ঠাকুরের লেখায়
         ঐ গবুচন্দ্র চুপ।


             ...সমাপ্ত...
.................----.................