আমার জীবনে হেমন্তে আসা,প্রথম প্রেমে
বসন্তে হারিয়ে যাওয়া প্রেমিকা
তুমি নিশ্চয় একথাটা ভালো করে জানো
আমি তোমাকে ভেবে একলা একা কাঁদি,
আর অবহেলার ধূ ধূ প্রান্তরে চলতে চলতে
বাস্তবতার পরশে, বুকে পাথর বাঁধি।
তুমি আমাকে,সত্যিই ভালবেসেছিলে
কোন একদিন,সন্ধ্যা তারার রাতে
তোমার রূপ ছিলো,সে যে ভরা পূর্ণীমা
আমি ভ্রামন হয়ে হাত বাড়ালে
কি লাভ হতো তাতে?
তুমি আমাকে সত্যিই,ভালবাসেছিলে কি
কোন একদিন,সন্ধ্যা তারার রাতে?  
আমি ছিলেম,তোমার মাঝে নিত্য আলোক
তুমি ছিলে,আমার মাঝে অন্ধকার,
ত্যাগের গ্লানি টেনে বারবার কবিতা সাজাই
তবু,তোমার হৃদয়ে আমি,নেহি গো ছন্দকার।
আমি মানুষের অসম্মানে, অপমানিত প্রেমিক
বলি,ত্যাগের বলিদানে যাহা,
নির্মম ক্লেদে,সর্বদা মিথ্যের আয়োজন
তোমরা,দেখিতে পাওনি তাহা।
তুমি ও দেখিতে পাওনি,চির আত্বদান
বিষাদের মুখে হাসি,
আর বলিব না,ওগো রূপের পরী
কভু,তোমায় ভালবাসি!