* একটি কবিতার খুঁজে
    বাংলার আকাশে,বাতাসে
    সময় উড়িয়েছি,
    কিন্তু কবিতার সুভাষ,
    আজও পাইনি,
    একটি কবিতার খুঁজে,
    দিন রাত এক করেছি
    কিছু ছন্দের ঝংকার দিয়ে
    তবু,কবিতার স্নিগ্ধতা
    আমি,খুঁজে পাইনি।
    একটি কবিতার জন্য
    উদাসী বিকেল খুঁজেছি
    বসন্তের ডালে কোকিল খুঁজেছি
    তবু, কবিতার রূপ
    আজও দিতে পারিনি।
    কবিতার প্রেম,দিয়েছে আমায়
    একরাশ সুখ,
    কবিতার জন্য,ধরধর করে বুক
    তবু,কবিতার সেই চিরচেনা রূপ
    আমি,আজও দিতে পারিনি।