*হে  কবি তুমি এলে সেইদিন ভবে
  ফুটেছিলো ফুল বৃক্ষে,ফাল্গুন নিরবে  
এ ভবে সত্য রচিয়া, দিশেহারা তুমি
  নিবিড় তিমির, আকূল ধারায় ভূমি।
  হে কবি তুমি এলে সেইদিন ভবে
  দ্বীমত না হইয়া ,আস্থা রাখো সবে।
পরিষ্কার করো মন সত্যের অন্বেষণে
  প্রশ্নের পাথরে  ছুড়ো না কো ঢিল
নিজেকে জানতে তালাশ চালাও জ্ঞানে।
অন্যায়ের প্রতিবাদ তুলো দিও না সম্মতি
এ যে  চির অন্যায় পাপকার্যে মহাক্ষতি।
  হে কবি প্রভুর সিক্ততায় কলম চালাও
             নিত্যদিনে সম,
প্রতিশ্রুতিবদ্ধ, চেতনায় আবদ্ধ রবে
    সত্য কথার সুর গানে মম।
অন্ধকারছন্ন এই নশ্বর দিয়েছিল কি ঈশ্বর
      অজ্ঞানতা আর কুসংস্কারে,
  ইতিহাসের পাতা বিজ্ঞানের গাঁথা
  স্বত্ত্বার অবস্থান পেলো কি ঝংকারে?
  সেই জ্ঞান মহানুভবে করে ধ্যান
      পেলো সত্য বাণীর প্রচার,
হে কবি সত্যের সন্ধান পেয়েছো তুমি
          করোনা গো দুরাচার।
  তুমি প্রভুর মহিমা ষোষণা করো  
      জগতে অমর হলো কে?
কোথায়,থাকে ডাকো,কাছে রাখো
        পেলে না বুঝি থাকে।  
হে কবি তুমি এলে সেইদিন ভবে
    ত্যাগের বলিদানে ভালবাসা  
        কাঁদিয়ে যাই নিরবে।
     হে কবি দ্বীমত না হইয়া
         আস্থা রাখো সবে,
দেখবে একদিন সত্ত্বার সন্ধান  
        পেয়ে গেছো ভবে।