'হে মসজিদুল আকসা,তুমি আমাদের ক্ষমা করো
তোমার মেঝেতে ঝরে,মুসলমানের রক্ত
তবু দেখো,নিশ্চুপ থাকে বিশ্ব মুসলিম
নামে,হযরত মুহাম্মদ (সা:) এর ভক্ত।


ওরা তো জালিম,যুগে যুগে
মুসলমানের রক্ত নিয়ে,করছে হলি খেলা,
আমরা তো মুসলিম,নীরবতায় থেকে থেকে
কাটছে,ত্রিমুখী সংর্ঘষের বেলা।


ওহে বিশ্ব মুসলিম,ও তাওহীদি জনতা
ঝাণ্ডা হাতে,এবার তো তুলো আওয়াজ,
আমরা তো খালিদ বিন ওয়ালিদের মতন
বীরের জাতি,
প্রচলিত,বদর যুদ্ধের রেওয়াজ।
ঝাণ্ডা হাতে,
শহীদ হওয়ার সময় চলে এলো,
সেই বড় সৌভাগ্যবান,
যে শহীদের মর্যাদা পেলো!
ওহে বিশ্ব মুসলিম,ও তাওহীদি জনতা
ঝাণ্ডা হাতে,শহীদ হওয়ার সময় চলে এলো


'হে মসজিদুল আকসা,তুমি আমাদের ক্ষমা করো
আমরা নীরব থেকে মাংস পোলাও খাই,
অন্যদিকে,
ফিলিস্তিন মুসলিম,প্রতি বছর রমজান মাস এলে
রক্তের বন্যায় ডুবে যায়!


ওরা তো জালিম,
একদিন,তাদের ধ্বংস অনিবার্য,
আসমানের মালিক,মুসলিমদের রক্ষা করবেই,
সময়ের চক্রে,করা আছে তা ধার্য।
ওরা তো জালিম,একদিন,তাদের ধ্বংস অনিবার্য।


'হে মসজিদুল আকসা,তুমি আমাদের ক্ষমা করো।