আমার এই পথচলা শুণ্যের মাঝারে
আছে শুধু নীরবতা,ব্যর্থ হাজারে।
কি ভুলে জানি না
চলে গেলি একা রে.
তর চাঁদমাখা হাসিটার,
পায়না দেখা রে।
ভালবেসে তরে আমি,দিয়েছি কি ব্যথা?
পরে আছে ডাইরিতে
পুরনো সে কথা।
আমার এই পথচলা ভাঙ্গনের নদী
তুই পিছু ফিরে একবার,
দেখিতে যদি।
আমার,হয়েছে বিলীন সব,তরি প্রেমে
আজি আমি চঞ্চল,
মুখ মলিন,বিরহ আঁধার নেমে
তুই ফিরে এসে,ভালবেসে হাতে
যদি রাখতিস হাত ?  
অনুভবে,অনুভবে সুখময়,কেটে যেত রাত।
আমার এই পথচলা শুন্যের মাঝারে
আছে শুধু নীরবতা,ব্যর্থ হাজারে।