আমার ভালবাসার তৈরি,কুড়ে ঘরটা,নিশ্চয়
তোমার পছন্দ হয়নি সেদিন
তাইতো,পিছন ফিরে আর একটিবারও
থাকালে ও না সেই তুমি
তখনি আমার পায়ের নিচের মৃত্তিকা
নতুন পরিচয় পেয়েছিলো!
আমি এক যাযাবর,নিশ্চিত নিশাচর
সেই অভিশপ্ত মৃত্তিকা
যার ঠাঁই ছিলো,এই অভাগার পদতলে  
হয়ে অর্থহীন ভূমি।  
যাবার সময় পিছন ফিরে একটিবারও
থাকালে না সেই তুমি।
বলো তোমাকে আমি কেমন করে দোষ দিব
যে তুমি ছিলে আমার,নরম ভালবাসা,
হৃদয়ে কেন জেগেছিলে মিছে প্রেম
পরম সুখের আশা।
যে তুমি ছিলে আমার স্বপ্নে রোজকার আগত
হরিণ চোখের মায়াবতী শ্যাম
সেটি ছিল,আমার নরম ভালবাসা।
তোমাকে কেমন করে দোষ দিব বলো
যে প্রেম এসেছিল এই মনে
সে ত ছিল জনমের ভুল,বিষাদ ধরে আসা!
তাই হারিয়েছি আমি সাতটি কালের
যজ্ঞে সাজানো,সেই সাধনা
আমার নরম ভালবাসা।