* ফেতনার যুগে ফেতনাবাজি বন্ধ করু
   এটা বলা কি বোকামি নহে,
   কি কাম্য আমার,কি কাম্য আমাদের
   আর আমরা তা থেকে ক্রমশই
   দূরে সরে যাচ্ছি কেনো?
   চোখ বুঝলেই দেখি,অন্ধকারের ছায়া
   তাহলে কি আমি অন্ধ ?
   মন বুঝলেই দেখি,সে এক অদ্ভুত মায়া
   তারপরও চলে আসে দ্বন্ধ।
   তাই বলে কি রয়েছে কাহারো  
   মনের দরজা,চিরকালব্যাপী বন্ধ ?
   আজকাল,মানুষকে মানুষ বলে ডাকতে
   লজ্জা করে আমার!
   সূধ,ঘোষ,জালিয়াতি
   তবু নেই,কারো মাথা ব্যথা
   বা"কোনো ক্ষতি।
   আর মাথা ব্যথা থাকলেই কি
   দমক দিয়ে বসিয়ে রাখবে সমাজ !
   অথচ দেখো,আবার সমাজপন্থীরাই
   মসজিদে গিয়ে,লাইনে দাঁড়িয়ে
   সারিবদ্ধ হয়ে পড়ছে নামাজ।
   আচ্ছা,লোক দেখানো ইবাদত কি
   কখনও কাজে আসে?
   কি অদ্ভুত,পৃথিবীর সব নিয়ম কানুন,
   সত্যিই আমার আজও অজান্তা।