* রোজ সকালে তোমার জন্য,আসতাম
   পুকুর ঘাঠে
   সেই পথটি ধরে তুমি আসিতে ঠিক
   স্কুলে যাবার মাঠে।
   তোমার দ্বিঘল কালো,চুলের যাদু  
   আমায়,করতো দিশাহারা,
   তোমার চোখের চাহনি দেখে
   আমি হতাম,পাগলপারা।
   রোজ সকালে তোমার জন্য আসতাম,
   পুকুর ঘাঠে
   সেই পথটি ধরে তুমি আসিতে,ঠিক
   স্কুলে যাবার মাঠে।
   খেলতে তুমি, কানামাছি,আর হাসতে
   আমায় দেখে,
   মাঝে মাঝে ঝড় আসিতো তোমার
   বিশাল মনটা থেকে।
   তোমার হাসি, ভালবাসি,তুমি বাসো
   আমার চোখের কান্না,
   তোমার জন্য আমি পাগল,আর তুমি
   আমার জন্যে না।