আমি আজও একা, বড্ড একা
তুই অন্য কারো বধু,
আমি আজও পুড়ছি  অনলে
তুই খেয়ে যাস মধু।
আমি আজও একা,তুই হীনা
কখনও কি মনে পড়ে?
তর কথাটা ভাবতে ভাবতেই
সময়ের লীন ঝরে।
আমি আজও একা বড্ড একা
তর বাগানে ফুটন্ত ফুল,
তর বাগানের অলি আমি নই
উড়ে উড়ে মধু খাবো ভুল !
আমি আজও একা বড্ড একা
জানতে চাস কি তুই,
আমার জন্ম ছিল,ঝাপসা মলিন
তাই,কষ্টে কষ্টে দুই।
আমি আজও একা বড্ড একা
তুই গেলি রে হারিয়ে,
একাকিত্ত্ব আমার, চির বন্ধু হয়েছে
নিজ অজান্তে দাঁড়িয়ে।
আমি আজও একা,বড্ড একা
উদাস হয়েছি বলে,
তাইতো তুই হলি জগত সংসারী
আমার আঁখি জলে!