ভালো থেকো সৃষ্টি, সবুজের বুকে বৃষ্টি
ভালো থেকো নদী,শান্ত রেখে নিরবধি
ভালো থেকো ফুল,সাগরের দুই-কূল
ভালো থেকো অরন্য,পুষ্পিত হে বরেণ্য
ভালো থেকো তারা,রাত্রির গায়ে পাহারা
ভালো থেকো পাখি,কিচিরমিচির ডাকি
ভালো থেকো ভোর,কোরআনের সুর
ভালো থেকো গাছ, নদী ভরা মাছ
ভালো থেকো বিল,আকাশের চিল
ভালো থেকো হাঁস,আষাঢ়ে ফোটা কাশ।
ভালো থেকো বসন্ত,বাংলাররূপ অনন্ত
ভালো থেকো কিশোরী,বাংলার বাঁশরী।
ভালো থেকো পীর, দলবদ্ধ মুসাফির
ভালো থেকো হিন্দু,কপালের লাল সিন্দু।
ভালো থেকো তাঁতী,বৌদ্ধ, খ্রীষ্টান জাতী
ভালো থেকো জেলে,কৃষকের ছেলে
ভালো থেকো কুলি, সবুজ বাংলার ধূলি।
ভালো থেকো তুমি, চলেই যাবো আমি
ভালো থেকো খাতা,কবিতার যত পাতা
ভালো থেকো পৃথিবী,সাথে তুমি রব।
ভালো থেকো,ভালো থেকো,ভালো থেকো
ইচ্ছের আকাশে,আমি হারিয়েছি সব।