* মধ্য রাতে কুকুরের ঘেউঘেউ
   ডাক শুরু,পায়ের শব্দ,
   শুকনো পাতার সেই মর্মর শব্দ
   হঠাৎ, কে যেনো বুম দৌড় দিলো
   ধুরু,চোখ আমার জেগে আছে
   স্পষ্ট শুনেছি কানে,
   তবে মধ্যরাতে কেনো, অযথা
   কুকুরের ঘেউঘেউ ডাক শুরু ?
   বলছি, আমার আছে সবজান্তা
   হাড়িতে নেই, নেই ভাত পান্তা
   রাতদুপুরে চোর আসলেই বা কি,
   গরিবের কথা বাসি ঘরে কি আমার
   সোনা আছে,নেইতো,সিন্ধুকে টাকা
   গচ্ছিত মূলধন আছে, নেইতো
   তবে কিসের ভয় এত,সন্দেহ যত
   গরিবের কথা, সত্যি হলে ও বাসি।
   এবার কুকুর হলো শান্ত,
   চোর মশাই জানতো
   বাড়িতে আমার পাগলা কুকুর
   দুই দুইটা আছে,চোর মশাই যদি
   আমার ঘরে ঢুকতে আসে
   এভাবেই খেতে হবে শক্ত তাড়া,
   কোথায় পালাচ্ছিস বাছাধন,
   এবার ত একটু সাহস নিয়ে দাঁড়া?
   আমি জানাই ধিক্কার
   যদি তর আর কোনদিন অভাব থাকে
   উপযুক্ত শিক্ষার,
   করবি না আর রাত দুপুরে
   মানুষের ঘরে ঢুকে চোরি
   বেজে গেলো রাত চারটে
   দেয়ালে ঝুলছে ঘড়ি।
   এবার ত একটু, ঘুমানোর জন্য
   শেষ চেষ্টাটাই করি।