আমি কবির জন্য,কিছু কবিতা জন্ম নেয়
কষ্টের বেড়াজালে  
শব্দের করাঘাতে
পাপ ও দুখের মিশ্রিত লেখাতে
কিছু কবিতা অসময়ে জন্ম নেয়!
বুক ভেংঙ্গে কান্না এলে,কলম হস্তে
ছাড়পত্র পায় কবিতা।
কবিতার লাইন জুড়ে,থাকে শুধু প্রেম
অবহেলার দাবাদ্রোহে
মাঝে মাঝে ঝরে পড়ে বিরহের বৃষ্টি
কি অপরূপ দেখো,
কবির হাতে জন্ম নেয়,কবিতার সৃষ্টি?
কবিতা,কানের ঝুমকো,হলুদ শাড়ি
শিশিরজলে দাঁড়ানো নারী!
কবিতা গোধূলির লাল,রাতের প্রহরী
চান্দের আলোয় মিষ্টি পরী।
এই কবির জন্য,কিছু কবিতা জন্ম নেয়  
গোপনে,নিরাজনে,
রক্ত নিংড়ানো,কষ্টের শত শত গল্পে।