আজ সমাজের চোখে কালো পট্টী বাঁধা
তাই ভুল করে,জনগণ খাই ঘাস,
যদি সত্য কথা বলতে থাকো,এভাবে
নিশ্চিত,
তুমি খেয়ে যাবে আঁচুলা বাঁশ।
আজ সমাজের চোখে আর মুখে
কালো পট্টী বাঁধা
মাঠে স্বক্রিয়,অশুভ,ঘুষখোর নেতা,
বাংলাদেশ আজ বদলে গেছে
অস্তিত্বে,
ডিজিটাল গতিতে,ও অর্থনীতিতে
বহিঃবিশ্বে দাঁড় করিয়ে,নিজস্ব মাথা।
একথা যেমন সত্যি,
তেমনি,গতিতে এগিয়ে যাচ্ছে ব্যাংক চুরি
সুদক্ষ হ্যাক,
খুন খারাপি,ধর্ষন,গোলাগুলি বর্ষণ
সাথে আছে ছিনতাই,ও হাইজেক।
আজ সমাজের চোখে আর মুখে
কালো পট্টি বাঁধা
এ স্বদেশ হওয়া চাই,সন্ত্রাসী মুক্ত,
আমার অধিকারে,আমি কথা বলবো
সৎ,ও নিষ্ঠায়, নিত্য,নির্ভেজাল যুক্ত !
বাংলাদেশ আজ বদলে গেছে অস্তিত্বে।