আমি কথা রেখেছি,আমি বলেছিলাম
তোমাকে ভুলে যাবো,তাই বীনা কারনে
বীনা নোটিশে,তোমাকে ভুলে গেলাম!
হয়তো তুমি ভাবতে পারো,এখনও আমি
তোমাকেই ভালবাসি,বিনা কারনে হাসি
তোমার দেওয়া যন্ত্রনা নিয়ে,বেঁচে আছি
কিন্তু,হৃদয়টা,বহুকাল আগেই মরে গেছে
আর,মরা হৃদয়ে ত ভালবাসা থাকে না?
আমি কথা রেখেছি,আমি বলেছিলাম
তোমাকে মুক্ত করে দিবো,তাই করেছি
তুমি আজ মুক্ত, চির স্বাধীনতায় যুক্ত
ভালবাসার আকাশে,ধ্রুপদী হয়ে আছো!
আরও,গভীর  ভালবাসায় ডুবে আছো।
অথচ,তুমি তীক্ষ্ণ ফলায় গেঁথেছিলে চাঁদ
ভালবাসার খেলা শুরু করে,নিতান্তই
আমাকে দিলে বাদ,বরবাদ,এক নিমিষে।
আমি কথা রেখেছি,আমি বলেছিলাম
কিছু প্রেম,কিছু বিচ্ছেদ, আমার দরকার
তাই তোমাতে কাব্য লিখে,করি হাহাকার।
মন খারাপে,চক্ষু কপালে,নেই চোখে ঘুম
কেটে যায়, এভাবেই, রাত্রি নিঝুম!
তবু,আমি কথা রেখেছি,আমি কথা রাখবো
বিরহের নদীতে,চিরকাল,আমি ডুবে থাকবো!