হে বিধাতা,আমার ভাগ্যের নির্ধারক
তোমাকে মার্জনা করে বলি
যত দুঃখ কষ্ট আছে, দাও মেনে নিবো
শুধু আমাদের ভালোবাসার বাঁধন
কখনো ছিন্ন করো না
এ বন্ধন আত্মার,হৃদয়ের সংমিশ্রণ।
হে বিধাতা,আমার সুখ দুখের মালিক
আমাকে ক্ষমা করে দাও,
আমি চাই তোমার ভালোবাসা পেতে
আমি চাই তোমার দেখানো পথে চলতে
আমার বড্ড ভালোবাসার অভাব
তুমি করেছো তা পূর্ণ,
আমার মৃত্যুর আগেও পরে
কখনো করো না তা চুর্ণ।
হে বিধাতা,এক চিলতে সুখ দিও
আরও আমাকে ব্যথা দিও
শুধু আমাদের ভালোবাসার বাঁধন
কখনো করো না ছিন্ন ।
আমার এই আকুতি,
হতে পারে তা তোমার কাছে ভিন্ন
এ হৃদয়ে জমে আছে যত,বিরহের মেঘ
তুমি চাইলেই,সেখানে উদিত হবে
হাসোজ্জ্বল,রহমতের রবি
হে বিধাতা,তোমাতে শির নত করি
আমি অধম বান্দা,পাপিষ্ঠ,তোমারি কবি।