আমরা মানুষ,নাকি জানোয়ারের চেয়ে ও নিকৃষ্ট
মানবতার বিশ্লেষণ করে,যে বা যারা মানবিক কাজে
নিজেকে বিলিয়ে দেয়,সমসাময়িক,প্রাকৃতিক বা
নানা দুর্যোগ মোকাবেলায়,
আমরা তাদের'কে মানবতার ফেরিওয়ালা বলতেই পারি,
বলতেই পারি,তারা মানুষ না,আল্লাহর ফেরেস্তা !
আর যে বা যারা মানুষের বিপদে মানুষের পাশে
সাহায্যের হাত না বাড়িয়ে,উল্টো নিজ স্বার্থ
হাসিল করার প্রাণপ্রণ চেষ্টা করে যায়,নির্বিঘ্নে
আমরা তাদেরকে শয়তানের দূসর,বা ইবলিশের
উত্তরসূরী হিসেবে চিন্থিত করতেই পারি,
আমার প্রাণের দেশে যখন মহামারি আসে
তখন মাস্কের দাম হয়ে যায় আকাশচুম্বী,
আমার প্রাণের দেশে যখন রমজান মাস আসে
তখন নিত্যপ্রয়োজনীয় পন্য ও তরমুজের
দাম চলে যায়,ধরা ছোঁয়ার বাহিরে
আর এখন যখন হযরত শাহাজালালের প্রাণের ভূমি
পানি বন্দী হয়ে ভরাডুবিতে,তিল ঠাঁই আর নাই,
তখনি, আমরা একদল অমানুষের দেখা পাই
যারা নৌকা ভাড়া নির্ধারন করে,হাজারে হাজার
পাঁচ টাকার মোমবাতি ধরে,একশো টাকার বাজার।
তাদেরকে,বলতেই পারি,শয়তানের দূসর,বা
ইবলিশের উত্তরসূরী।
আমার কাছে আরও মনে হয়,তারা যদি আগাম
জানতে পারে,যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে,দুদিন পর
তাহলে তারা আজ থেকেই জায়নামাজের দাম
বাড়িয়ে দিবে হু হু করে চৌদ্দ গুণ বেশি,
তারা কিন্তু ভীনদেশী নয়,তারা আমার স্বদেশী।
আমরা মানুষ,নাকি জানোয়ারের চেয়ে ও নিকৃষ্ট ?