* ছোট্ট সোনারা, এসো পড়তে এসো
   অ, ই আ আগে  শিখবে,
  বড় হয়ে মধুর ভাষায়
   ইতিহাসটা লিখবে।
  যতই পড়বে জ্ঞানের সাগর
      বৃদ্ধি পাবে শুদ্ধতায়,
শিখতে শিখতে খাঁটি হবে তুমি
      সৃষ্টি হবে ক্ষুদ্রতায়,
বিদ্যার সাগর এসেছিল ভবে
   জ্ঞানের প্রকাশে সৃষ্টি,
একবার পড়ে স্মরনে রাখিতো
    জ্ঞানের আসরে দৃষ্টি।
বই পড়তে হবে, নিজেকে জানো
   সত্য মিথ্যের আড়ালে,
কোনটা সঠিক কোনটা বেঠিক
    বুঝবে জ্ঞানে দাঁড়ালে।
নিরক্ষর যারা, অভিশাপে তারা
   অন্ধকারে দেখে কালো,
শিক্ষিত যারা, সম্মানিত তারা
   সফল নক্ষত্রের আলো।
ছোট্ট সোনারা, এসো পড়তে এসো
   অ, ই আ আগে  শিখবে,
  বড় হয়ে মধুর ভাষায়
   ইতিহাসটা লিখবে।
ছোট্ট সোনারা এসো পড়তো এসো !