কথায় কথায় মুখ থেকে শব্দের বৃষ্টি ঝরে
ভালবেসে,সহজে কেউ কি কাছে আসে?
কথার ফুলকি দিয়ে পাগল বানানো যায়
সত্যিকারে,ক'জন পাগলের মত ভালবাসে
আবেগ আছে বলে,আবেগী হয়ে যাও
বিবেক দিয়ে কি মানবিক হতে পারো না?
সবচেয়ে বেশী,যে তোমার খেয়াল রাখে
অথচ,তুমি থাকেই করো বারবার হেলা
ভালো মানুষের মূল্য নেই,খারাপের তুল্য নেই
কি আজব, দুনিয়ায় সব রকমারি খেলা!
জ্ঞানের বহিঃপ্রকাশ,ক'জন করিতে পারে
আর প্রতিভার দাম দেয়,কে কখন কাকে?
টাকা থাকলেই বড়লোক,সবাই তেল মারো
টাকা নেই,তুমি নিচুস্তর,লোকে বলবে আরও
আবেগে কি পেট চলে,নিজের রাস্তা ধরো
কোথায় যাবে কি খাবে,প্রয়োজনে গিয়ে মরো
কথায় কথায় খুব ত মানবতার কথা বলো
তুমিই বা কতটুকু শুদ্ধ,নিজেকে নিজে বলো?
আবেগ দিয়ে কিছুই হয়না,বলেছে কবি দাদা
আবেগে তিনিও লিখেছেন,তাহলে তিনি গাধা?
আমার ভুল,তোমার ভুল,এসব এখন রাখো
মানুষের মত মানুষ হতে,সদা সৎ পথে থাকো।