ভালবাসা ভিখারির ন্যায় সমার্থক শব্দ
এখানে আবেগী হলেই খেলা শেষ,
ভিখারি যেমন,আকুতি মিনতি করে করে
মানুষের মনোরঞ্জন করতে চাই
ঠিক তেমনি,প্রেমিক পুরুষ বড্ড আবেগী হয়ে
প্রেম নিবেদন করতে থাকে!
ভালবাসা নির্লজ্জের ন্যায়,মত্ত্ব মাতালে বেহুশ
অবহেলার সাগরে ভাসে,মরণ খেলায়
বিচ্ছেদের অনলে নিজেকে পুড়িয়ে
তারপর হতে হয়,সাথীহারা দেবদাস।
ভালবাসা বামন হয়ে চাঁদে হাত বাড়ানোর মত
ভালবাসলে,অমূল্য জিনিসটাও দামী হয়ে যায়
ভালবাসলে,অক্লান্ত পরিশ্রম করে করে
গোবরের মাঝে পদ্মফুল ফুটাতে হয়!
ভালবাসলে,লোকের অপবাদ ঘাড়ে নিতে হয়
পাশাপাশি পাগল তকমা পেতে হয়!
তবু মানুষ ভালবাসে,আকাশের মত বিশাল
আটলান্টিক সাগরে মত গভীর
অদৃশ্য এক মায়ার জালে আটকা পড়ে থেকে
ভালবাসা ভাগ্যের নির্মম পরিহাসের কাছে
মানুষের হাতে ধরা বাজী,
জীবনের বিনিময়ে,যদিও মরে যেতে হয়
তবু লড়তে সবাই  রাজী
ভালবাসা ভাগ্যের নির্মম পরিহাসের কাছে
মানুষের হাতে ধরা বাজী।
বেলাশেষে ভালবাসা কুড়ানো ছেলেটা পায়
ভয়ার্ত অন্ধকারের এক গলি,
দিয়ে প্রেম,প্রীতি,ভালবাসা,ত্যাগের মহিমায়
তিরস্কারের জলাঞ্জলী।