* এক বুক ভালবাসা,বুকে ধারন করে
   শুন্যতার দিকে চেয়ে থাকি
   অপলকে,
   সোনালি রোদ,
   মৌসুমি পাখির ঝাঁকে
   তোমাকে খুঁজি,বিশ্বাসের ডগায়।
   তুমি আসোনি,কমেনি
   আমার রক্তচাপ
   কমেনি আমার দেহের
   অপচ্ছায়া ক্রমশ।
   ভরা যৌবনের জলোচ্ছাসে
   ডুবে যায়,
   হঠাৎ ভেসে ওঠি,
   অজান্তেই চমকে ওঠি
   প্রেমময় সংকেত দেখে,
   একাকী কিশোরীর।
   আজ তুমি নেই,কেনো
   মেনে নিতে পারিনা?
   কেনো ভুলে যেতে পারিনা
   সেই তোমাকেই ?
   মনে পড়ে,তোমার পায়ের
   আলতা মাখা চাপ,
   মনে পড়ে,সকালের শিশির
   দুপুরের জলাভূমি,
   আমার দেহ থেকে বের হওয়া
   সমস্ত উত্তাপ।
   তবু দিন শেষে রাত আসে
   এই বৃষ্টির মাসে
   আজ জানি তুমি আর নেই,
   তাই ব্যথার বৃষ্টিঝরে।