জামাই হইলো পর,বাকীরা সবাই আপন
মরলে পরে অঙ্গে আমার
দিও সাদা কাফন,
সমাজের রিতী নীতি বুঝা বড় দায়
মেয়েদের কে দাসী বানিয়ে
রাখতে তারা চায়!
শাস্ত্র কিতাব একটা বলে
সমাজ বলে আরেক,
নোংরামিতে মত্ত্ব সবাই
রঙের বাহার হরেক!
জল্পনা আর কল্পনাতে
রাজত্ব করে মানুষ,
রেগ ডে নামে পার্টি চলে,উড়ায় কত ফানুস
রাত দুপুরে এখন আর
হয়না তেমন চুরি,
চোখের সামনে চলে ডাকাতি
মারলে হাতে তুড়ি।
কালোর ভিতরে সাদা খুঁজলে
হবে না'কো লাভ,
স্বার্থ বুঝে ছুরি মারতে,পারে এখন বাপ!
আজকাল নিঃস্বার্থ ভালবাসা
মায়ের কাছেও নাই রে,
যেদিক থেকে বৃষ্টি আসে,সেদিকে
ছাতা ধরতে যায় রে!
টাকার গন্ধে পাগল সবাই  
টাকায় সবার বাপ,
টাকা পেলে বিচারপতি
দোষীকে করে মাফ
টাকা হলে আমার লেখাও,হয়ে যাবে ব্যান
বিচার আমি চাইবো কোথায়
বিচার নাই,ক্যান?