* গাছে গাছে তরুলতা
   পাখি ফুল ফল,
   টিপ টিপ বৃষ্টি পড়ে
   নদী ভরা জল।
   পানকৌড়ি উড়ে এসে
   মাছ ধরে বিলে,
   সন্ধ্যার লাল আকাশে
   পাখা মেলে চিলে।
   নদীতে ফুটে শাপলা
   শালুকের মেলা
   বাতাসে দুলে দুল
   কাশফুলের খেলা।
   পাল তুলে,মাঝি চলে
    দূর সীমানায়,
   ঝর্ণার পানি এসে,
   মিশে মোহনায়।      
   সিন্ধুর পানি যেমন
   বাষ্পীয় বৃষ্টি,  
   প্রকৃতি মানি তেমন
   বিধাতার সৃষ্টি।