* কি অদ্ভুত কিছু মানুষের চিন্তাধারা
সবকিছুতে একটু আগে আগে চলে,
তাইতো তারা, অলক্ষ্যনে বাঁধনহারা
নিতল ভুলে ভুলে, ভাঁসে চোখের জলে,
বারে বারে যদি নাম হারাবে,খোদার
তুমি ক্ষুন্ন, জঘন্য,হে,অভিযুক্ত পাপী,
জগতে, নিঃশ্বাসে বিশ্বাসে আমি খোদার
আল্লার রাহে দিচ্ছি ত্যাগ,হচ্ছি অনুতাপী।
কি অদ্ভুত কিছু মানুষ,বুঝিবে বেশী
যতদিন বেঁচে রবে,নিত্যদিনে তারা,
মনের পশুরে করিবে না জবাই
তবে"ত অধম, বিফলে সর্বহারা।
চেতনায় দণ্ড হাতে, চণ্ড বঙ্গবাসী
কথা আর দন্ধে, অন্তহীন ছন্দকার,
অভ্যাস পাল্টাতে জানি,পয়সা লাগে না
ভালো হও, নহেৎ কেবলি অন্ধকার।