-বিজয় দেখেনি, বিজয়ের মাস দেখি
এক ঊষালগ্ন ভোরে,মিছিলের সাজে,
ডিসেম্বর মাস জুড়ে, বাঙ্গালির মন
ঐক্যবদ্ধে, ভাসমান,চেতনার মাঝে,
চারদিকে লাল সবুজের, প্রাণের পতাকা
নব প্রজন্মের হাতে, মাথায়, দিগন্তে,
স্বাধীন সার্বভৌমে, বিনম্র শ্রদ্ধালু
শহীদ বীর, মৃত্যুঞ্জয়ীদের, একান্তে।
বায়ান্ন দেখেনি, একাত্তর ও দেখিনি
পেয়েছি ভাষা, নিজ কণ্ঠে, বাংলায়,
বিজয় দেখেনি, বিজয়ের মাস দেখি
কালে, কালে, বঙ্গে, এভাবেই ফিরে পাই।
ফিরে আসবেনা, মতিউর রহমান
   ও হারিয়ে যাওয়া,মা বোনের উজ্জত,
ফিরে আসবেনা,বুদ্ধিজীবি, সে জনতা
   যাদের আত্মদানে আজকের বাঙলা।
সেই তেজী নওজোয়ান,তোমাদের সালাম
   অন্তরের অন্তরস্থ হতে সত্যি,
তোমাদের প্রজন্ম, ভুলেনি, পাক শত্রু
   তারা, আজ ও ঘৃণার আবরণে, ভর্তি।
বিজয় দেখিনি, বিজয়ের মাস দেখি
   ১৬ডিসেম্বর, তোমাদের আত্মত্যাগে।