তেপান্তরে ছুটে চলা,বিলুপ্তপ্রায়
           নগররক্ষী  
  সত্যের কাছে নত,আমি সেই
            দেহরক্ষী।
  মনে পড়ে সাদা কালো দিন
           আজি দুস্কর,
নিমজ্জিত মিথ্যের সভ্যতা,অন্যায়ে
            মরু ভাস্কর।
দৃশ্যমান আজ রোবটের বাস অদৃশ্যমান
               দানবে,  
  কুশল বিনিময়, বাণিজ্যিক খেলায়
                 মানবে !    
চমৎকার সৃষ্টি ইস্পাত, লৌহ, ধাতবের
                   গুণে,
ধ্বংসের লীলা বৃষ্টি, অন্ধকারের ঠিকানায়
                 হুশিয়ার,
বলো দেখি মানা কে বা কার কথা
                  শুনে?
তেপান্তরে ছুটে চলা, বিলুপ্ত প্রায়
               নগররক্ষী,
  সত্যের কাছে নত,আমি সেই
                দেহরক্ষী।