খুব ত শুনেছি,উন্নয়নের অগ্রগতির কথা
উন্নয়নের জোয়ার বইছে নাকি ঘরে ঘরে
অন্যদিকে,লাখো গরীব মানুষের আর্তনাদ
কে শুনে কার কথা,কে দেখে গরীবের ব্যথা
অথচ,উন্নয়নের নামে লুট হয়
কোটি কোটি টাকা
ভার্চুয়াল জগতের নানা কারসাজিতে
পকেট হচ্ছে ফাঁকা।
দেশ নাকি ডিজিটাল,ফোর জি নেট এসেছে
কাজের সময় লুডিং দেখায়
আবারো মনটা ফেঁসেছে।
ইচ্ছে মত টাকা কাটে,মাঝে মাঝে
টাকা হই উধাও
মেসেজ আসে পদ্মা সেতুর
আর কি তোমরা চাও?
সাদা কালো দিন বদলে দিয়েছি
সময়টা আজ রঙিন
ধর্ষন করে হিরো বনে যাওয়া
লোকটা নাকি সৌখিন।
অসামাজিক সবগুলো কাজ হচ্ছে হাসিখুশি
তুমি কেনো দেখবে কবি
আর,লেখলে হবে দোষী!
পাপ বলে আজ,আছে কিছু ভাই
পূর্ণ করলেই কি!
তিল কে আজ তাল বানিয়ে,এতদূর এসেছি।
মরণ হবে,তা হবে হউক,মরলে খাবে মাটি
দুনিয়ার মাঝে করেছি কামাই
নিখুঁত সোনা খাঁটি।
আল্লা বিল্লা আমারে শিখিয়ে,লাভ হবে না ভাই
হাদীস আমি অনেক জানি,কেটে পরো তাই।
আমার আছে বাড়ি গাড়ি,আরও অনেক চাই
অসুখ হলে সিংঙ্গাপুরের,অগ্রীম টিকিট পাই।
টাকার কাছে রোগ আবার কি
আমি টাকলু নেতা,
হচ্ছে হবে যখন খুশি গরিবের পুড়ি কাঁথা!
অহংকারী অনেক দেখেছি,নাস্তিক হয়ে মরে
বেলা শেষে তাদের জানাজা
মৌলভীরাই পড়ে।
আল্লাহ ছাড়া আছে কি বলো,দল আগে না ভাই ?
আল্লাহর কোরআন,আল্লাহর কিতাব
আঁকড়ে ধরতে চাই।
মরবোই যখন,মরতে চাই বীরের মত একদিন
ঈমান আমার শেষ ভরসা,চির রাখবো নিশিদিন।