রক্তে আমার,তোমায় পাওয়ার নেশা
তুমি তা বুঝবে না জানি,
আচমকা,জীবন থেকে তুমি হারিয়েছো
লিখছি প্রেমের বাণী!
তোমার মাঝে আর,পাইনা খুঁজে সুখ  
উদাসী বিকেলের ছবি,
ভবঘুরে আমি,দিব্যি চুপসে গেলাম
হয়েছি,ছন্নছাড়া কবি।
ঘুরেছি আমি এদিক ওদিক আমূল
শৃঙ্খ,আরও ঝর্ণা গিরি
মাথার উপরে দ্রুত মেঘ উড়ে যায়
স্বপ্নের মত আঁকা সিঁড়ি।
এতদূরে চলে গেলে হারিয়ে গেলে
তবু,পিছুটানে দেখি মায়া,
ছেড়ে যাওয়া তোমার মতন সহজ
আমার পুড়া মুখে ছায়া।
রক্তে আমার নষ্ট এসিড,বিন্দু বিন্দু
গিলে নিচ্ছে আমায় খুব,
সহসা,তোমার নামের কবিতা লিখে
আমি বিরহে দিচ্ছি ডুব।