* দেখা হয়না বহুকাল,তোমার সাথে
   আহা কত অনুভূতি,
   জীবনপথে বরাবরি,একলা চলা
   ব্যথা জমে চির ক্ষতি।
   শুকিয়ে গেছে বকুলের মালা,দুরত্বে
   প্রভাতে কুড়িয়ে গাঁথা,
   ভালবাসা অবহেলাভরে লণ্ডভণ্ড
   পতঙ্গের ছেড়া পাতা।
   এতকাল ছিল,খুব উড়ুউড়ু মন
   বসন্ত আসা দুপুরে,
   আজ আমি নির্বাক,তোমায় হারিয়ে
   বিস্মিত ধ্বনি নুপুরে।
   দেখা হয়না বহুকাল,তোমার সাথে
   তুমি খাবে খাও,চির মধূ,
   আমার হলেনা কষ্ট নেই,সুখে থাকো
   আজি,হয়েছ অন্যের বধূ।


  ××××××××××××----×××××××××××