* ওরে, তোরা কি শুনেছিস, সেই মেয়েটার
          বিয়ে হয়ে যাচ্ছে ,
আশপাশের সম্মানী লোকগুলো নাকি
     বিয়ের দাওয়াত  পাচ্ছে ?
ওরে তোরা কি শুনেছিস, সেই মেয়েটার
         বিয়ে হয়ে যাচ্ছে ?
হঠাৎ বাবু বললো, কোন মেয়েটা রে দোস্ত
          আমি বললাম,
সেই মেয়েটা, যাকে আমি ভালবাসি


সেই মেয়েটা, যে আমাকে ঘৃণা করে
আমাকে দেখলে অন্য,রাস্তায় হাঁটা ধরে
সেই মেয়েটা রে দোস্ত, সেই মেয়েটা।
বাবু বললো, তাহলে ত ভালোই হলো
তরে, আজ থেকে সে, চির মুক্তি দিলো !
এবার মাসুম বললো, কত দেখলাম পরী
আঠা,আর ময়দা মেখে, করে গেল বাহাদুরি।
এবার আমি, একটু রেগে তেঁতু মুখে বললাম
  তরা রসিকতা কি থামাবি,
    তা"না হলে আমি যাচ্ছি
ওরা বললো, কোথায় যাচ্ছিস আমাদের বলে যা,
     তারপর তুই চলে যা,
যদি তুই, ভুলভাল  কিছু করে বসিস
তখন আমরা কি করবো, বিনা অপরাধে মরবো
আমি বললাম তেমন কিছু করবো না"রে
     আমি একটু শিমুল তলা বসবো,
তারপর সাত বছরের কিছু হিসাব কষবো
দেখি কি নামে, যোগফলে কি আছে কন্যা
নাকি ভাগ্যের নির্মম পরিহাসে, আমার কান্না।
ওরে, তোরা কি শুনেছিস, সেই মেয়েটার
          বিয়ে হয়ে যাচ্ছে ,
আমি নাকি, ভন্ড,ভিখারি, ফকির আর
  সে পুলিশ জামাই পাচ্ছে ।
তাইতো আমাকে অবহেলার সাগরে
       পেলে দিয়ে সে চলে  যাচ্ছে।


   ৮মাস আগে,
স্মৃতিচারণ করে লেখা,
  আমার ঘুম পাগলীটার জন্য।
স্থান:- মিরপুর-১৩ ঢাকা,বাংলাদেশ।