পশ্চিম আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে,
মেঘ ঘুরঘুর ডাক,
আমের শাখায়,জামের শাখায়
দমকা বাতাস বইছে
ইচ্ছেরা আজ ঘরবন্দী
কবিতায় পড়ে থাক।
শৈশবের দিন,ছিল রঙিন
আম কুড়ানোর বেলা,
বৃষ্টিতে ভেজা,মায়ের বকুনি
ছিল,লুকোচুরি খেলা।
মায়ের শাসন,মায়ের আদর
হয়না রে আর পাওয়া,
হয় না রে আজ বৃষ্টি ভেজা
শৈশবে ফিরে যাওয়া।