আমি আর চাই না,আমাদের দেখা হউক
    মুখোমুখি রাস্তায়,এপিঠ ওপিঠ
   আমি জানি,সেই যৌবনা কিশোরী
            তুমি আর নেই!
       সেই সময়কার উদাসী ছেলে
            আমি আর নেই,
আমি আর চাই না,আমাদের দেখা হউক!
   তোমার জন্মান্ধ চোখে,আমিই ভুল
এমন উল্লাসে নিজেকে নিক্ষেপ করবো
       ভাবলে কি করে তুমি ?
তোমার ভাবনায়,আমি হয়তো মানুষ নই
            যদি মানুষ হতাম
  অন্তত,আমার সাথে তুমি,লুকোচুরি
         প্রেম প্রেম খেলা করতে না।
আমি আর চাই না,আমাদের দেখা হউক!
          কল্পনা করেছি বহুবার,
   তোমাকে নিয়ে,ধ্রুপদী আঙ্গিনায়।
         হাত বাড়ালেই তা,ফাঁকি
তোমাকে ভুলেছি,বহু কষ্টসাধ্য করে
            একলা একা থাকি
আমি আর চাই না,আমাদের দেখা হউক!