* নব-রূপে প্রভাতের সূর্যোদয়
    আঁখি মেলে দেখি,
    মহা-সমারোহে দিবস যাত্রা
    সুখ দুখ লেখি।
    বেদনা হাসি,ব্যথিত,চুম্বন মনে প্রাণে  
    তন্দ্রাহারা পথে,
    যুগ-যুগান্তে কণ্ঠে বাণী প্রেম- প্রীতির
    দুরাচার রথে।
    বিশ্বরূপে সাজঘরে হয় খেলা  
    অভিজ্ঞতার পদে,
    শেষেরবেলা,নারীমঞ্চে আমি একলা
    এক চির উন্মাদে।
    স্বপ্নময়ী নিদ্রা আসে, হয়তো ভূলে
    জীবনের দ্বারে,
    আমি যাযাবর,স্মরণ করে পাখি
    বলি কথা তারে।
    লেখালেখি, দেখাদেখি আসবেনা
    সাধনার চেষ্টা,
    উন্মাদনায় আমি চির এক উন্মাদ
    ধ্যানে-জ্ঞানে বেশটা।