আমি না হেসে,আর পারছি না বাপু
রিয়া নামের একটি মেয়ে আছে না
বাঁজে ভালবাসার গান,তারা নাচে না
আমি তাদের,খুব একটা এত কাছে না
গাছের আড়ালে লুকিয়ে,মুখটা মুখিয়ে  
তাদের নৃত্যের ক্লাস দেখছি,
কি"যে সুন্দর লাগছে থাকে,
ও তার সে শৈল্পীক নৃত্যটাকে।
তা"ধীন,তা"ধীন থা নড়ছে মাথা
সাথে দুলাচ্ছে তার কোমড়টাকে
কি"যে সুন্দর লাগছে থাকে,
ও তার সে শৈল্পীক নৃত্যটাকে।
আমি না হেসে,আর পারছি না বাপু!


যদিও মাথার উপর,ভীষণ রৌদ্র প্রখর
আমার,ললাট বেয়ে নামছে ঘাম,
হঠাৎ নৃত্যের স্যার,উচ্চস্বরে বলে ওঠলো
রিয়া এইবার তুই থাম,
ললাট বেয়ে তর নামছে ঘাম!
রিয়া এইবার তুই থাম ?


এই প্রাণেতে ওঠে ঢেউ,আইসা লাগে
গায়ে,দখিনা আউলা বাতাস,
চেয়ে দেখি আমার মত রিয়া ও আজ
গরম অতিষ্ঠে হতাশ।
শিমুলের তুলা বাতাসে উড়ে,অনেক দূরে
সবকিছু দেখে,ভালবাসার সূত্র মিলিয়ে
আমি না হেসে,আর পারছি না বাপু!