* একদিন আমি চলে যাবো
   শান্ত মাটির নীচে,
   সঙ্গে আমার কেউ যাবেনা
   সবি হবে মিছে।
   পড়ে থাকবো একা আমি
   মনে রাখবে না কেউ,
   বেঁচে থাকতে সঙ্গোপনে
   ব্যথা সবাই দাও!
   খোদার পথ ধরে আমি  
   কষ্ট করে যাবো,
   তবেই আমি মাটির নিচে
   শান্তি পেয়ে যাবো।
   মহৎ কাজ করতে যতই
   বাঁধা আসোক না,  
   এক পা,করে এগিয়ে যাবো
   পিছিয়ে পড়বো না।
   শান্ত মাটি চেয়ে আছে  
   কখন আমায় পাবে,  
   সেইদিনটি আসার পরে
   সবাই রয়ে যাবে।  
   থাকবো না ত সেদিন আমি
   যখন হবে মরণ,
   শান্ত মাটি সেইদিন, করবে
   আমায় বরণ।
   তাইতো আমি খোদার কাছে  
   দোয়া চেয়ে চাই,
   মরার আগে আমি যেন
   ভালো হয়ে যাই।